লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
একটা দেশকে বিশ্ব মানে তুলতে শ্রম দিতে হয়,ভালো বাসতে হয় দেশের জনগনকে! দেশপ্রেমিক হতে হয় শাসক কে! তাহলেই দেশটা আর্থিক স্বাবলম্বী হতে পারে! সরকারের পুরা টীম যদি চতুরতার আশ্রয় নেয়, আলোআঁধারি খেলায় মত্ত থাকে, মিথ্যা দিয়ে সত্যি ঢাকতে চায় তা হলে সে সরকার জনগণের আস্হা অর্জন করতে পারে না!
প্রিয় পাঠক, দেশ থাকলে খালেদা হাসিনা ডঃ ইউনূস রহীম করীম রাম শ্যাম যদুমধু শাসক আসবেন তাতে কোন দোষ নেই, কিন্তু আপনার যোগ্যতা প্রমান করতে হবে দেশ নামক জাহাজটা নিয়ে বার্মুডা ট্রাঙ্গেলের উত্তাল উর্মিমালার ঢেউ সহ্য করে! একদল চ্যাংড়া দিয়ে “মভ” সন্ত্রাস করে জনগনের মনে জায়গা করা যাবে না!
সারা দেশের মানুষ গত নয় মাসে আশাহত! কোন একটা সেক্টরে বিন্দু পরিমান সাফল্য নাই বরং ১৭৫৭ সালের মত দেশটা বিদেশিদের ক্রীড়নকে পরিনত হয়েছে! অযোগ্য লোকদের ক্ষমতায় রোজ টেনে আনছেন! রোহিঙ্গা নিয়ে নাটক করছেন! জাতিসংঘের গুতেরেস কে এনে ধোয়াশার সৃষ্টি করে মিথ্যা প্রপাগাণ্ডা করেছেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে বলে একলক্ষ তিরিশ হাজার আরো অনুপ্রবেশে উৎসাহ দিয়েছেন! এদেশের কিছু “শিক্ষিত অশিক্ষিত” আছে তারা বোগল বাজিয়ে প্রচার করছে, ডঃ ইউনূসের সাফল্য ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত গেলো। আরে আহম্মকের দল, মিয়ানমারের সরকার কে? কার কাছে হস্তান্তর করবে রোহিঙ্গাদের? A A দখল করে নিয়েছে মিয়ানমারের প্রায় ৭২% ভুখন্ড!
ভারত কে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে সস্তা বাহবা নিতে ৫০ হাজার সেনা তারা সেনা ছাউনি থেকে বাইরে বের করে বাংলাদেশ সীমান্ত মোতায়েন করেছে আন্তর্জাতিক রীতিনীতি তোয়াক্কা না করে!
বাংলাদেশ সীমান্ত দখলে নাই বাংলাদেশ বর্তমান সরকারের নিজস্ব স্বীকারোক্তি ! ভারত বিভিন্ন রাজ্য থেকে বাঙালি জড়ো করছে বাংলাদেশ সীমান্তে এবং রাতের আধারে পুশইন করছে বাংলাদেশের ভিতর! এমন চললে আর একটা রোহিঙ্গা ক্যাম্পের মত বাঙালি ক্যাম্প করা লাগবে! পুশইন ঠেকানো সরকারের কর্তব্য, হয় আলোচনার মাধ্যমে না হয় যুদ্ধ করে! কোনটা যদি না পারেন উস্কানিমূলক কথাবার্তা বললেন কেন?
আওয়ামী লীগ একটানা ১৫ বছর ক্ষমতায় ছিলো আওয়ামী শক্তি জনসমর্থন নিয়ে নয়, বিএনপি নামক বিরোধী দলের ব্যর্থতা অযোগ্যতার জন্য! বর্তমান সরকার ক্ষমতায় আছে জনগণের সমর্থনে নয় বরং আওয়ামী ব্যর্থতার জন্য এবং নিজেরা নিজেরা নাটক করে, বিএনপি কে চাঁদাবাজি সুযোগসুবিধা দিয়ে। কিন্তু আসল মতলব বিএনপি কে মাইনাস করা যা বিএনপি নেতৃত্বের বেঝার মত আই-কিউ বা রাজনৈতিক প্রজ্ঞা নাই! এই দলটা গ্রাম পর্যায়ে অনেক সমর্থন থাকা সত্বেও তারা জনগন accumulate না করে সন্তাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চাওয়া শর্টকাট পথ এদের মজ্জাগত!
নগদ যা পাও হাত পেতে নাও! পয়সা নিয়ে গ্রাম পর্যন্ত আওয়ামী পুনর্বাসন হচ্ছে এতেই তারা খুশি কিন্তু সরকার তাদের কিক আউট করছে সেদিকে নজর নাই।
এমনি হাইব্রিড ঢুকে আওয়ামী পতন হয়েছে মাত্র নয় মাস আগের কথা, তারা সেখান থেকে শিক্ষা নিচ্ছে না!
ডঃ ইউনূসের সরকার জঘন্যত্বম কাজের মধ্যে
১. “নোবেল পুরস্কার কর মুক্ত করা। ” ছিঃ
২. আওয়ামী সেরা মাস্তান নারায়নগঞ্জের শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলা, নির্বাচনে ধরাশায়ী করা গননেত্রী ” আইভি রহমান কে রাতের অন্ধকারে গ্রেফতার! তিনি হাসিনার নমিনেশন না পাওয়া মেয়র। তার বাবা চুনকো ও বঙ্গবন্ধুর নমিনেশন না পাওয়া নারায়নগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলন!
৩. অযোগ্য উপদেষ্টা নিয়োগ, যারা কি বলবেন তা নিজেই জানেন না। যেমন ঃ
ক) বিদেশ উপদেষ্টা বললেন, “সীমান্ত অনেক আগেই আমাদের হাত ছাড়া হয়ে গেছে!
খ) বাস্তবিক পর্যায় পুশইন ঠেকানো সম্ভব নয় বিদেশ উঃ
গ) পরিবেশ উপদেষ্টা বললেন,” কে কোথায় কি বলে চাঁদাবাজি করলো তা সরকারের দেখার বিষয় না!
ঘ) দেশের কূটনীতি নাই, প্রতিরক্ষা নাই তাহলে সরকারের কাজ কি?
ঙ) অর্থনীতি ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আমল থেকে নিচে!
চ) গত নয় মাসে কোন বিদেশি বিনিয়োগ নাই বরং বিদেশি বিনিয়োগ সব প্রত্যাহার হয়েছে।
ছ) জনজীবন নিরাপত্তা হীন, আজ-ও সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ!
চলবে —