আমির হোসেন, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের রক্তি নদী থেকে ১টি স্টিল বডি নৌকায় ভর্তি দেড় কোটি টাকা বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি।
গত শনিবার (১৯ জুলাই) ভোর রাতে জেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবি জব্দ করে।
বিজিবি সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর বিএ-১২২২১ লে: তালহা জোবায়ের এর সাথে ১০ জন,সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্য যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২,৩২৩ কেজি ভারতীয় ফুসকা,১৬৯ পিস সিরামিক কাপ,২৫৬ পিস সিরামিক পিরিচ,৪৬৮ পিস কাচের গ্লাস, ২১০০০০ পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শত টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।