মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার কয়রা
সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনও হড্ডা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১২০ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন।
রবিবার (২০জুলাই) সকাল ৮ টার দিকে শিবসার বাওনের এক নম্বর খাল এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন নলিয়ান স্টেশনের কর্মকর্তা মোঃ শমসের আলী।
খুলনা রেঞ্জের সরকারি বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শামিম রেজা মিন্টু বলেন এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।