নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চাঞ্চল্যকর গৃহকর্মী রিংকন বিশ্বাসের (১২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত দুই আসামী গত শনিবার সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আসামীদের কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, চিলাউড়া গ্রামের মৃত সাইদুল্লাহর ছেলে জহিরুল ইসলাম (২৩) ও একই গ্রামের নুরুল হকের ছেলে পাবেল আহমদ তাবেল (২১)।
আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম এর বক্তব্য হলো, ঘটনার দিন আসামীরা রিংকনকে আম গাছ থেকে আম পাড়ার জন্য বলে। কিন্তু সেই আম গাছে বিদ্যুতের তার থাকায় রিংকন গাছে উঠতে রাজি হয়নি। আসামীরা একাধিকবার বললেও রিংকন রাজি না হওয়ায় ক্ষুব্ধ আসামীরা রিংকনকে ধরে নিয়ে খামারের গোয়ালের পাশে গোবরের ঢিবিতে মুখ ও মাথা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসামীরা উক্ত হত্যাকে গাছ থেকে পড়ে গোবরের পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে বলে প্রচার করে। এলাকাবাসী রিংকন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।