এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে হেক্স ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের অধিণে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছা: মুর্শিদা খাতুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলম, সমবায় অফিসার রেজাউল করিম নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু,
থ্রাইভ প্রজেক্টের প্রজেক্ট অফিসারফারহানা উর্মি, এনজিও প্রতিনিধি প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমানসহ সকল ইউপি চেয়ারম্যান এবং প্রকল্প কর্মী প্রমূখ।
ইউএনও মুর্শিদা খাতুন তার বক্তব্যে বলেন, নিয়ামতপুর উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবি ত মানুষদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে। একই ব্যাক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং যাতে না হয় এজন্য তিনি এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করতে বলেন। তিনি ডাসকো ফাউন্ডেশনকে নিয়ামতপুর উপজেলায় শিক্ষা প্রোগ্রামের কার্যক্রম আরো জোরদার করতে বলেন।