উপন্যাসের পাতায় তোমার নাম
লেখা থাকবে চিরকাল—
তুমি ছিলে আমার প্রথম মায়া,
এক নিঃশ্বাসে বলা না-যাওয়া ভালোবাসার গল্প।
চোখে চোখে যত না বলা কথা,
হৃদয়ে তারা খোদাই হয়ে আছে এখনো—
বৃষ্টির ফোঁটায়, দুপুরের ক্লান্ত বাতাসে,
তোমার নামের ছায়া দেখি প্রতিটি অভিমানে।
তুমি ছিলে সেই প্রথম পাতা,
যেখান থেকে শুরু হয়েছিল আমার হৃদয়ের লেখা,
শেষ হয়নি এখনো, জানো?
তোমাকে দিয়ে শুরু,
তোমাকেই দিয়ে শেষ ভাবি—প্রতিদিন।
তোমার স্পর্শে কবিতা জেগেছিল,
তোমার চলে যাওয়াতেই সে কবিতা পূর্ণতা পায়।
প্রথম মায়া বলে কথা—
ভুলা যায় না, লেখা থেকে মুছে ফেলা যায় না।