কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মৃত্যু অনিবার্য, কাল জয়ী শাশ্বত
অফুটন্ত কলি ঝরে পড়ে যদি অকালে,
শিশু-কিশোর অকালে মৃত্যু, বড়ই দুর্বিষহ
অংশুমালী আলো ছড়াবার আগে যদি কুজ্ঝটিকায় ঢাকে সকালে?
সহস্র নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেলো
কে দায়ী, "কতৃপক্ষ মাইল স্টোন নাকি কতৃপক্ষ বিমান পরিচালনা প্রশিক্ষণ?"
এ অযাচিত কষ্ট, অসহ্য বেদনায় মর্মাহত
অপরাহ্নের প্রথম বেলা, দলবেঁধে বাসায় ফেরার ক্ষণ!
'যম' কখন কোথায় ওঁৎ পেতে থাকে অজানা মৃত্যুর খেলা
আছড়ে পড়লো বিমান, আগুনের লেলিহান, ঝরে গেলো সহস্র জীবন!
সন্তানের লাশ উঠলো মায়ের কোলে, আহাজারি রয়ে রয়ে
সে আহাজারি কেমন, কেমনে করি বর্ননা, সতেরশো সেলসিয়াসে লৌহ গলে যেমন!
অকাল মৃত্যু, অযাচিত হঠাৎ, চাহিনা কভু, হে প্রভু
হৃদয় অলিন্দ ছিদ্র হয়ে যায়, কেমনে পাসরি এ কষ্ট, কি বলে?
ভাগ্য মানি, মানতে হয় জানি, এমন ঋদ্ধি নিষ্পাপের ভালে, কেমনে লিখিলে
তুমি নিরপেক্ষ বিধাতা, আমি অধম কি বলছি যা-তা, অপরাধ দাসের সদা, কোন অজানা ছলে!