প্রিয়সীর মায়াজাল
তোমার সাথে বন্ধু আমার
হঠাৎ হলো দেখা,
তোমায় ছাড়া কেমনে আমি
থাকি বল একা?
সকাল বেলার পাখি হয়ে
জাগিয়ে দাও রোজ,
কেমন আছি কি করছি
নিত্য রাখ খোঁজ।
হাত ধরা নেই, তবু যেন
পাশে থাকো সারাক্ষণ,
তোমায় ছাড়া জীবন যেন
অধরা এক স্বপন।
কল্পনাতে প্রতিরাতে
মিশে থাক তুমি,
দিবা রাত্রি তোমার নামটি
শুধুই জপি আমি।
তুমি আছো হৃদয়ের কোণে,
আলোকস্বরূপ দীপে।
তোমার ছোঁয়ায় জীবনে আসে
আপন করে নিতে।
আবেগঘন প্রেম প্রিয়সী
তুমিই শুধু আমার,
ভালোবাসার মায়াজালে
পড়েছি যে তোমার।
ভালোবাসার গল্প লিখি
জীবনের এই পাতায়,
যত্ন করে সাজিয়ে রেখেছি
আমার মনের খাতায়।
গোলাপ ফুলের ছাতা
বৃষ্টির দিনে তোমায় দিলাম
গোলাপ ফুলের ছাতা,
ভালোবেসে সঙ্গে নিও
নতুন একটি খাতা।
ইচ্ছে মতো লিখবে তুমি
ভালোবাসার কথা,
এমন দিনে একলা ঘরে
ভিজবে চোখের পাতা।
ছাতা নিয়ে বসে বসে
খাতায় লিখবে ঐ গান,
তোমার গানে পাগল হয়ে
জুড়াব মনও প্রাণ।
গোলাপ ফুলের ছাতা নিয়ে
ফুলের মতো হবে,
ফুলে ফুলে জীবন গড়ে
স্মৃতির পাতায় রবে।
আসছে হাঁসের দল
খাল-বিলে জোয়ার এসেছে
পড়েছে মেঘের জল,
তাইনা দেখে দলে দলে
আসছে হাঁসের দল।
পুঁটি মাছটা গোপস করে
হাঁসের রাজা খেলো,
মাছ পেয়েছে বলে সবাই
ঝটপট চলে এলো।
বলছে ডেকে হাঁসের রাণী
আমি পেয়েছি চ্যাং,
প্রজাগুলো মাছ পেয়েছে
খুশিতে নাচায় ঠ্যাং।।