কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
বন্ধুরে,
তুই শুধু আমাদের বন্ধু না, ছিলি পরিবারের মতো—আমাদের জীবনের একটা অংশ।
তুই ছিলি বন্ধুর বউ, কিন্তু তার চেয়েও বড় কিছু—ছিলি আমাদের সবার আপনজন।
ঠান্ডা মাথার, মিষ্টি হাসির একদম পরিপূর্ণ মানুষ।
মেয়েটার ভবিষ্যতের কথা ভাবলেই তোকে মনে পড়ত—তোর পরামর্শ, তোর প্ল্যান, তোর চিন্তাভাবনা…
তোর দেওয়া পথনির্দেশে কতবার মেয়ের পড়াশোনার বাঁকে নতুন আশার আলো খুঁজেছি।
তোর হঠাৎ করে এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না রে।
মন বলে, এটা একটা দুঃস্বপ্ন—এখনই তুই সামনে এসে বলবি, "আরে কাঁদিস কেন এতো?"
কিন্তু তুই তো আর বলবি না…
এই শূন্যতা, এই অপূর্ণতা—কোনো কিছু দিয়ে পূরণ হবে না কখনো।
ভালো থাকিস ওপারে…
আর জানিস, তোর স্মৃতি, তোর কথা, তোর হাসি—সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে।