নিজস্ব প্রতিবেদক
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে এক অবর্ণনীয় হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু সংখ্যক ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছে। এর শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন বলেন,মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে।একজন পিতা হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোন সহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা’আলার কাছে দোয়া করি নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য ধরে এই কষ্ট কাটিয়ে ওঠার তৌফিক দেন।’ এই বেদনাদায়ক দুর্ঘটনায় জনস্বার্থে বাংলাদেশ পরিবারও গভীর শোক প্রকাশ করছে।