দুইটি পাখি
দুইটি পাখি গাছের ডালে,
বলছে মনের কথা।
ভালোবাসায় থাকবে বেঁচে,
যায় না দুরে য়থা।
সুখে দুখে বিপদ আপদে,
থাকবে কাছাকাছি।
ঝড়-ঝঞ্ঝা আসবে যতই,
থাকবে পাশাপাশি।
তোমার বিপদ আসলে আমি,
সবার আগে যাবো।
শক্তি দিয়ে সাহস দিয়ে,
তোমার পাশে রবো।
আমার বিপদ আসলে তুমি,
সবার আগে এসো।
সেবা যত্ন দিয়ে তুমি তবে,
আমার পাশে বসো।
দুইটি পাখির স্বপ্ন এবার,
চির সত্য হয়।
দুইটি পাখির সুখ দুখগুলো,
তাঁরা ভাগাভাগি করে লয়।
আর কতো মরবে মানুষ
আর কতো মরবে মানুষ,
মরবে কতো শিশু?
আর কতো ধ্বংস হবে,
বলতে পারো কিছু?
পাথর পিষা খাবে কতো,
খাবে গুলি কতো?
নিরপরাধ খাবে শুধু মার?
সাধারণ মানুষ যতো।
পথ ঘাটে চলতে গিয়ে
খাচ্ছে মানুষ মার।
বিনা দোষে মানুষ খায় মার,
অপরাধ নাই তাঁর।
আর কতো মরবে নারী,
কর্ম কাজে পথে ঘাটে।?
প্রতিনিয়ত মরছে নারী,
বাজার বন্দর ও হাটে।
এ দেশ আমার দেশ,
শান্তি প্রিয় বাংলাদেশ।
নারী পুরুষ শিশু মরে,
হবে তবে তার শেষ?