নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
সরকার জানিয়েছে, নিহত শিক্ষকদের পরিবার এবং আহতদের পাশে সর্বাত্মকভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।
দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয়। এমন মানবিক সাহসিকতা জাতিকে অনুপ্রাণিত করে।”
এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি সমন্বয় করবে।