সাইদা আক্তার কল্পনা
মনে হল প্রচন্ড বজ্রপাত
চারদিকে অন্ধকারে ধোয়ায় একাকার
জ্বলছে অগ্নি।
গগণ ভেদি চিৎকার,
অগ্নি তে ঝলসে যাচ্ছে সমস্ত শিশু তাদের বই খাতা, তাদের ইউনিফর্ম ।
কাদের হামলা মাইলস্টোনে
জ্বলছে কেন অগ্নি
চারিদিকে অগ্নির লেলিহান?
জিজ্ঞাসা করার সময় নাই
সবাই মৃত্যুর মুখে।
দেবদূতের মত এলেন একজন জননী সবার!
বেরো ও সবাই, সময় নাই দাঁড়িয়ে থাকার
অগ্নি হতে বের করে আনলেন তাঁর অনেক সন্তানকে।
রক্ষা পেল অনেক সন্তান
কিন্তু ঝলসে গেলেন তিনি অগ্নিতে
নিজের সন্তান?
থেকে গেল বাড়িতে!
তাদের জন্য চিন্তা করলেন না কিন্তু
মাইলস্টোনের দেব শিশু দেরকেই সন্তান
ভাবলেন তিনি ।
অনন্ত পাড়ে চলে গেলেন, আর ফিরলেন না
তাঁর মত মহীয়সী নারী যেন এই বাংলার
ঘরে ফিরে আসে বারে বারে।।
“মাহরীন চৌধুরী”
মহান রাব্বুল আলামিন এই মহান মহীয়সী নারী আর শহীদ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিব করো
এই প্রার্থনা করে যাই
তোমার কাছে আমরা সবাই!!