কলমেঃ রোজিনা খাতুন
মা আমি তোমার বাধ্য ছেলে
সকল কথা শুনি,
তোমার চোখে স্বপ্ন দেখেই
হাজার স্বপ্ন বুনি।
সকাল হলেই পড়তে বসি
বিকাল হলেও তাই,
এই পড়ালেখা কাল হলো
পুড়ে হলাম ছায়।
মাগো ফুলের টোকা দাওনি তুমি
রাখছো মাথায় করে,
তোমায় ছাড়া থাকবো বলো
কেমনে অন্ধকার ঘরে।
আগুন যখন লাগলো গায়ে
তোমায় শুধু খুঁজি,
কোথাও তোমায় পাইনি মা
একা আমি বুঝি।
আমার মতো হাজার ছেলে
ওরাও গেলো পুড়ে,
পাইনি তারা আপন স্বজন
আসেনি কেউ দৌড়ে।