শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ভূমি সেবা ও জটিলতা নিরসন নিয়ে জেলা প্রশাসকের বিশেষ শুনানি অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ভুমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

শুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন।
বিশেষ শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তর প্রধান, সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ, ইমাম, সাংবাদিক প্রমূখ।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করতে হবে। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন বিশেষ গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন করে।

ভূমি সেবা- জটিলতা নিরসন নিয়ে শুনানি শেষে প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় হুইল চেয়ার ও চার্জার ভ্যান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের সহযোগিতায় শুকনা খাদ্য, উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষি যন্ত্র বিতরণ ও একটি ফলজ বৃক্ষ রোপন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102