খুলনা বটিয়াঘাটার শ্রী অদ্বৈত সম্প্রদায়ের পরিচালক মনাশীষ বালা ২৩ জুলাই খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। তার সঙ্গে দুইজন অতিথি আসেন শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায়ের পরিচালক উজ্জ্বল বিশাস ও শিল্পী রানা ঢালী।
মনাশীষ বালা অত্যন্ত গুনী একজন সঙ্গীত শিল্পী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে পিতার প্রতিষ্ঠিত নাম কীর্তনের দল শ্রী অদ্বৈত সম্প্রদায়ের দায়িত্ব পালন করেন।বাংলাদেশের সকল অঞ্চলে নাম কীর্তন গেয়ে সুনাম অর্জন করে। সারা দেশে মহামারী শুরু হলে সবাই যখন গৃহবন্দী হয়ে পড়েন তখন মানুষকে সচেতন করার জন্য চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতি দিন গান,কবিতা লেখেন । একাধিক লেখা গানের সুর করে প্রাণবন্ত করেছেন মনাশীষ বালা। আজ ২৩জুলাই বিকালে আরো দুইজন শিল্পী কে নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সাথে দেখা করতে আসে তখন তার হাতে তার প্রতিকৃতি তুলে দিলে সে অত্যন্ত খুশি হয় এবং অনুভূতি প্রকাশ করে আমি যেখানেই থাকি না কেন খুলনা আর্ট একাডেমির প্রতি শুভকামনা করি এবং যতদিন বাঁচবো খুলনা আর্ট একাডেমির সুখ -দুখে
সব সময় পাশে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন
খুলনা আর্ট একাডেমি সহকারি পরিচালক
শিলা বিশ্বাস হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়,
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় গ্রাজুয়েশন কমপ্লিট করে সুব্রত কুমার মন্ডল। সবার উপস্থিতিতে আঁকা ছবিটি হাতে দিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আপনার সঙ্গীত সাধনা সফল হোক এমন শুভকামনা করি। এ সময় অতিথিরা সবাই সঙ্গীত চর্চা নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে সুন্দর শুভক্ষণের পরিসমাপ্তি ঘটে।