সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
নেত্রকোণ জেলার মোহনগঞ্জ পৌর ও মোহনগঞ্জ উপজেলার শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দ্বি-বার্ষিক সম্মেলন মোহনগঞ্জ অডিটরিয়াম হলে রুমে অনুষ্টিত হয়। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কর্ণায়েন, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম এর সঞ্চালনায়, উদ্ভোধক নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক ডা: মো: আনোয়ারুল হক, প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটি (ময়মনসিং বিভাগের) সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী, কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী আব্দিল্লাহ আল ফারুক, জেলা কমিটির যুগ্ন আহবায়ক এড. মো: মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারুক সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, মজিবুর রহমান খান, বাজলুর রহমান পাঠান, সাবেক এমপি আসরাফ উদ্দিন খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল প্রমূখ। প্রধান অতিথি শরীফুল আলম বলেন, খালেদা জিয়া বিনা চিকিৎসায় অসুস্থ্য হয়ে পড়ে ছিলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, কারাবন্দী হয়েছে, অনেকেই হত্যার স্বীকার হয়েছেন, আন্দোলনে। মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে। ##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২৪/৭/২৫