আমরা বেদে সম্প্রদায় বাসি,
নৌকায়ই ঘর, নদী মোদের পথ,
বেদে জীবনের এই তো রথ
ঘুরে চলি মোরা গ্রাম থেকে গ্রাম।
তাবুতে তাবুতে চাদের আলো,
মোদের জীবনের গল্প ,
একসাথে জমে বড় ভালো,
ভোর বেলায় শুরু মোদের ,
মাথায় মাথায় সাপের পালো।
মোদের আছে আলাদা ইতিহাস
জীবন গাথা কাব্যগীতি,
মোদের জীবন বাঁধা নেই কারো হাতে,
আকাশ মোদের ছাদ।
আমরা বেদে আমরা ,আমরা স্বাধীন
যেখানে খুশি সেখানেই ভেসে চলি,
নদী মোদের লয়ে যায় ডাকি,
জীবনের মাঝে সুখের খোঁজ,
সবাই মোরা মিলে মিশে থাকি।