কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ওগো বাংলার অধীশ্বর
পাড়া গাঁয়ের অবোধ ছেলে, শেখ মুজিবর!
এই বাংলায় কভু কি ছিলো, তোমার একখানা ঘর
ছিলো কি বিশ্বে নেতার নেতা সম, তোমার কদর!
হে বিশ্ব অধীশ্বর, ভগবান আল্লাহ খৃষ্টানের ঈশ্বর
তুমি মালিক গ্যালাক্সি সহ মিল্কিওয়ে র সংসার,
কি’বা অভিযোগ, ক্ষুদ্র আমি, তোমার তরে করি
তোমার কত ধৈর্য কত সহ্য কেম্নে থাকো পাসরি ?
নবীর চিহ্ন হুসাইন যখন মরে কারবালায়
মরে যখন অবোধ শিশু, রাসেল বাংলায়?
বিমান বিধ্বস্তে মরে যখন নিষ্পাপ শত শিশু
গাঁজায় যখন কাঁদে মার লাশের পাশে, নিষ্পাপ ছোট্ট যীশু!!
কখন তুমি দেখো ফিরে নবাব সিরাজুদ্দৌলার মৃত্যু
হত্যাকারী উল্লাসে মাতে ভাবো কি তাদের, মানবতার শত্রু?
লর্ড ক্লাইভের হাতে তুলে দেয় , বিশাল ভারতের গদি
এত প্রান যেতো না ঝরে, একটু ফিরে দেখতে যদি?
তিরিশ লক্ষ শহীদের রক্তে হতোই না, পদ্মা মেঘনা যমুনার জল লাল
সেই যে তোমার ধর্মের নামের দ্বিজাতিতত্ত্ব, বাংলায় হলো ‘কাল’!
অনিদ্রা আর হতাশায় সব সংখ্যা লঘূ, সেই থেকে রাত জাগে
বাংলা বেলুচ গাঁজা ধর্মের বলি, হায়েনা কে নাও না বাগে !
কোন দোষে তুমি হত্যায় সায় দাও, আলেন্দে, মুজিব সাদ্দাম কত নাম
কেন তুমি রামের পাশাপাশি রাবন পাঠাও, কি’বা তাদের কাম?
নাটক যদি নিজেই লিখো, নিজেই সঞ্চালক
কি করবে তোমার অধম বান্দা তুমিতো পরিচালক!
মীরজাফর মীর সাদিক জগৎশেড যখন ভাগ্য বিধাতা
যত অন্যায় অত্যাচারি খুনি ধর্ষক ভূমিদস্যু, হয়ে দাড়ায় বিশ্ব পিতা!
তোমার মহত্ত্ব শ্রেষ্ঠত্ব দাস তোমার, অন্ধ বিশ্বাসে ভাবতে পারে না নিজেকে ঋদ্ধ
সবইতো ভাগ্যের দোষ, এমন অবৈজ্ঞানিক কথা ভেবে হতে পারে না শুদ্ধ!
এমনি কর্মে সারা বিশ্বে বাড়ছে নাস্তিক রোজ
তোমার উপর অবিশ্বাসে সংখ্যা কত, রাখো কি তার খোঁজ?
এত ধর্মের ছড়া ছড়ি খুনোখুনি আহা জারি, কি সুখ তুমি পাও
শক্তিধর কে আরো শক্তি দাও, যত গরীব-দুঃখীদের, তোমার কাছে তুলে নাও!