নিজস্ব প্রতিবেদক:
নগরীর সোনাডাঙ্গাস্হ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার বালিকা শাখার ৬ জন ছাত্রী কে হিফযৃ এবং ৩ জন ছাত্রী কে নাযেরা সবক প্রদান করা হয়েছে।
সবক প্রদান অনুষ্ঠানে
মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন
কুরআন শিক্ষা মুসলমানদের জন্য ফরজঃ
প্রত্যেক মুসলিমকে কুরআন সহিহ করে পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, «تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’ ।
বিশুদ্ধ সালাত আদায়ের জন্য কুরআন শিখা বাধ্যতামূলক।
ক্বেয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়ার জন্য। দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্যই আমাদের সন্তানদের ছোট বেলায় আল কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হবে।
২৪ শে জুলাই রাত সাড়ে আটটায় নগরীর সোনাডাঙ্গাস্ত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার( বালিকা শাখার)৬ জন ছাত্রী কে হিফযৃ ও ৩ জন ছাত্রী কে নাযেরা সবক প্রদান করা হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
সবক প্রদান করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, অভিভাবক মোঃ আরিফ আহমেদ সহ বালিকা শাখার বিভিন্ন পর্যায়ের অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ।
সবক প্রদান শেষে ঢাকা দিয়া বাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতের স্বরণে এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।