মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে রাতের আঁধারে এক যুগে চারটি দোকানে ছুরির ঘটনা ঘটেছে। আজ ভোররাত ২৫ জুলাই প্রায় তিনটার দিকে এই ছুরির ঘটনা ঘটে, যা এলাকার নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিচ্ছবি হিসেবে দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা হলেন মনিহারি দোকানের মালিক জনাব মোহাম্মদ আল তু মিয়া, জনাব মোঃ সাইদুর মিয়া, এবং জনাব মোঃ আনো মিয়া।এছাড়া চাউলের আরদের মালিক জনাব মহিলা মিয়া। মেয়েরা দোকানের শক্ত শিকল ও থালা ভেঙ্গে ভিতরে প্রবেশ কর নগদ টাকা ও মূল্যবান পণ্য নিয়ে লুট করে নিয়ে যায়। প্রাথমিক হিসেবে প্রতিটি দোকানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল ও টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন মালিকরা। এ ঘটনায় বাচ্চা গঞ্জ বাজার ও তার আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বণিক সমিতির হিসাব রক্ষক জামাল মিয়া বলেন কয়েক মাসে এখানে ১০ বার ১২বার চুরি হয়েছে
আমরা বারবার থানা ও প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, পুলিশি টহল বাড়ানোর অনুরোধ করছি। কিন্তু কোন সূরা হয়নি। আমরা এখন সম্পূর্ণ অসহায়। পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় বাদশা গ বাজারের ঘটনাগুলোর তদন্ত চলছে। ধর্ম পাষা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন আমরা ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।