কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ঠেলে দিয়েছো আমায় "ডেথ ভ্যালিতে"
তবুও ভুলতে পারিনা,
বেঁচে আছি খড়কুটোর মত অর্ণব ঢেউয়ের তালে
দূঃখ সাগরের অতলে তলিয়েছি, তবুও মরি না!
তোমায় হারিয়ে, আমার পৃথিবী গেছে থেমে
এক রাশ ভালোবাসা একরাশ অনুভূতি,
তোমার জন্য বদলে গেলাম আপাদমস্তক
কি লাভ হলো, সেই অজুহাত ছুতা খুঁজে পালালে নিশিত রাতি!
একটা বার সুযোগ দাও, চোখে চোখ রাখি
আঁখির নিগূঢ়তম মহলের তলদেশে আসি,
একবার তাকাও, দুর্ভেদ্য নিমগ্নতায় এসে দেখো
অবজ্ঞা করতে পারবে না, দেখবে তোমায় কত ভালোবাসি?
তোমার হাতে আছে জুতসই অনেক বিবরন
কেন আস্তে আস্তে দূরত্ব বাড়লো, বলবে আমার কারন,
যুক্তি দেবো না, হয়তো সব দোষে আমি দোষী
দাও তোমার আদালতে ফাসি, তবু ও কাছে যেতে কোর না বারন!