এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে তাইজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে রাসেল মন্ডল জয়ী হয়েছেন।
আজ (২৬ জুলাই) শনিবার সকাল ১০ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট গ্রহণ শেষ হলে গণনার পর ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচন সূত্রে জানা গেছে, ছাতড়া বনিক সমিতির নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ২২৫ জন। তার মধ্যে ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে তিনজন প্রার্থী লড়াই করলেও তাইজ উদ্দিন ১৪৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে রাসেল মন্ডল জয়ী হোন। এছাড়া সহসভাপতি পদে মহব্বত আলী, কোষাধ্যক্ষ পদে শামসুল বিজয়ী হোন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম বলেন, ভোটারদের প্রাপ্ত ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে।