স্টাফ রিপোর্টার:
রাষ্ট্র সংস্কার ও জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে অন্দোলন করা জাতীয় প্লাটফর্ম যুক্তফোরাম-এর কেবিনেট প্রেসিডেন্ট রাষ্ট্রচিন্তক ও পাটগবেষক চাষী মামুন আজ এক বিশেষ সফরে গণচীন যাচ্ছেন। চীনে তিনি প্রায় ১ সপ্তাহ অবস্থান করে দেশে ফিরবেন বলে যুক্তফোরাম সূত্রে জানা গেছে। চাষী মামুন ২০১২ সাল থেকে দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার আহবান জানিয়ে আসছেন। এলক্ষ্যে তিনি দেশে-বিদেশ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও ব্যবসায়িক ফোরামে বাংলাদেশের টেকসেই উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতি পরিবেশের স্বার্থে জাতীয় সরকার গঠনের গুরুত্ব জানিয়ে আসছেন। ২০২৪ এর গণ অভ্যুত্থানের পরেও যুক্ত ফোরামের পক্ষে থেকে জাতীয় সরকার গঠনের জোড়ালো আহবান ও দাবী ছিলো।
চাষী মামুন বাংলাদেশের এসএমই খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ এসএমই ফোরামের প্রতিষ্ঠািতা সভাপতিিএবং SME tv এর ব্যবস্থঅপনা পরিচালক ও সিইও। দেশজুড়ে প্রায় ৩ লক্ষাধিক উদ্যোক্তার নেতৃত্ব দিচ্ছে সংগঠনটি। দেশের আর্থ-সামাজিক টেকসেই রাজনৈতি উন্নয়নে তাঁর বহুমুখী নেতৃত্বের সুনাম রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ’২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রয়েছে তার ত্যাগ ও অপরিসীম অবদান।
চাষী মামুন চীন সফরকালে সেদেশের এসএমই কমিউনিটি, বিজনেস ফোরাম ও বাংলাদেশী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া দক্ষ যুবশক্তি ও ঘরে ঘরে উদ্যোক্তা তৈরীতে চায়নার এডভান্স টেকনোলজি ও উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা নিতে চাইনিজ এক্সপার্টদের সাথেও দ্বিাপক্ষিত আলোচনা করবেন বলে জানা যায়।