প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির পক্ষ থেকে হাজারো অসচ্ছলপরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে যুক্তরাজ্যে বসবাসকারী সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল গফফারের সভাপতিত্বে ও সমাজকর্মী রুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কারী আব্দুল তাহিদ, সমাজসেবক রাজা জিম্মাদার, সমাজকর্মী তাজুল জিম্মাদার, সমাজকর্মী মাওলানা দিলোওয়ার হোসেন, সমাজকর্মী আনোয়ার হোসেন, ইউপি সদস্য সোহেল মিয়া, ছাত্রনেতা আব্দুল আহাদ, সৌরভ আহমদ প্রমুখ
এতে সমাজসেবক আব্দুল বারিক, নুরুল ইসলাম, বারিক মিয়া, আব্দুর রহিম, আলতা সারং, আবুল কালাম, যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়া, এলাইছ মিয়া, সেলিম আহমদ, চিকিৎসক সোহেল মিয়া, জুয়েল জিম্মাদার, আজিজুল হক, ইস্তেকার আলী, এনামুল হক, গিয়াস উদ্দিন সারং, দবির হোসেন, শরিফ উদ্দিন সারং, হারুন মিয়া সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের সামাজিক সংগঠন সার্কেল-২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির পক্ষ থেকে ৪টি জোনে প্রায় হাজারো পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি প্রমাণ করেছে তারা অসহায় লোকদের উন্নয়নে কাজ করছে। বক্তাগণ সংগঠনের দেশ- বিদেশের সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। মাওলানা দিলোওয়ার হোসেনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।