নরসিংদী প্রতিনিধি :
জুলাই পুনর্জাগরণে নরসিংদীতে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কলিমউল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার,। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমজাদ হোসেন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদ হাসান তাপস।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জুলাই শহিদ তাহমিদের বাবা মো: রফিকুল ইসলাম ভূঁইয়া, সোহান হায়দার, জুলাই আহত জহির রায়হান, জুলাই কন্যা জান্নাতুল ফেরদৌস মালিহা, মুনিয়া রহমান মনি, ইসরাত জাহান মিতু প্রমুখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও জুলাই আন্দোলনের ছাত্র-ছাত্রীবৃন্দ।
এর আগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদীতেও শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রজনতা।
অনুষ্ঠানের প্রথম পর্বে ঢাকা ওসমানী অডিটেরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণলয়ের উপদেষ্টা শারমিন এস খুরশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহম্মেদ এনডিসি। পরে প্রধান অতিথি ভার্চুয়ালি দেশব্যাপী শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্যে প্রধানত ৩টি বিষয়ে যথাক্রমে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা, এবং সাম্যতার মানবিক দর্শন ছিল মূল অঙ্গীকার।