মোঃ জাবেদুল ইসলাম
চাঁদা দিলে ভালো ছেলে,
লোকে ভালো বলে।
চাঁদা না দিলে খারাপ ছেলে,
জীবন যায় যে চলে।
ঘাম ঝরিয়ে করি পরিশ্রম,
কষ্ট করে করি আয়।
চাঁদা না দিলে আজ কাল,
অকারণে জীবন যায়।
হাত পা সবে ভালো আছে,
সুস্থ সবল জুয়ান দেহ।
কর্ম করে খেলে তাতেই ভালো,
খারাপ কিছু বলে না কেহ।
চাঁদার কারণে মারছে মানুষ,
হাজারো লোকের সামনে।
তাকিয়ে থাকে দেখে তারা,
জানে না প্রতিবাদ করে কেমন?
পাথর পিষে মারছে মানুষ,
গুলি করে মারছে।
চাপাতি নিয়ে মারছে পথে,
পিটিয়ে পিটিয়ে মারছে।
গোল হয়ে দেখছে মানুষ,
দেখছে কান্না হা-হাকার।
ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে,
দিচ্ছে করে সব ছারখার।
চাঁদা বাজেরা সংখ্যায় কম,
গুটি কয়েক মাত্র।
জনতা সব এক হলে তাঁরা,
পালাবে কোথায় যত্রতত্র?