একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা।
আজ সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, আব্দুল ফরিদ, সিদ্দিকুর রহমান, রহিমা খাতুনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। অন্য এক বাড়িতে তল্লাশি করতে গেলে গ্রামের নীরিহ মানুষ পুলিশ দেখলেই ভয় পায় বিদায় নিরপরাধ ব্যাক্তি দৌড় দিলে তাকে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে যান এক পুলিশ সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। সেই সাথে অশালীন ভাষায় গ্রামের নারী-পুরুষকে গালি-গালাজ করে। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের ভয়ে আতঙ্কে আছি। একজন সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে এসে পুরো গ্রামবাসী আমরা এখন পুলিশের রোশানলের শিকার। নিরপরাধ, অসহায় নারী-পুরুষ কেউ স্বস্তিতে নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। যাদেরকে বিনাদোষে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।