সুনামগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস (মোবিলাইজিং ইমার্জিং পিস স্ট্রাকচারস) প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সরকারি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস এম্বাসেডর নুরুল হক আফিন্দী এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী আব্দুল মালেক। স্বাগত বক্তব্য প্রদান করেন এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক নবী হোসেন আগামী ৫ আগস্টের পর থেকে এলাকা বাহিরে থাকায় তাদের পরিবর্তে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, এম্বাসেডর হিসেবে মোহাম্মদ আলীর স্থলাভিষিক্ত হয়ে আলেয়া বেগম দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির এম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আওয়ামী লীগের নবনিযুক্ত এম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা খালেদা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমীন, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম ও তানিয়া আখি প্রমুখ।
বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে।
সভায় গত দুই মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং দ্বন্দ্ব নিরসন সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। আগামীতেও শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।