মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রতিষ্ঠাতা, জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাহিদ আলী আর নেই ।রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৮২) বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোজাহিদ আলী দুই দিন আগে অসুস্থ হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জানাইয়া গ্রামসহ বিশ্বনাথ উপজেলা এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে বেদনার কালো ছায়া নেমে এসেছে।
এদিকে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আসকির আলী। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, জনাব মোজাহিদ আলীর মৃত্যুতে আমরা শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না।
প্রিয় মোজাহিদ ভাইয়ের এই চলে যাওয়াতে বিশ্বনাথ বাসি একজন কৃতি সন্তানকে হারালো। মরহুম জনাব মোজাহিদ আলী একজন বর্ষিয়ান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। অত্যন্ত সহজ, সরল, সৎ নিষ্ঠাবান এবং সাদা মনের মানুষ ছিলেন । বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মরহুম মোজাহিদ আলীর এই প্রয়াণে বিশ্বনাথ তথা সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা বিশ্বনাথের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
তিনি আরও বলেন,মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক ধৈর্য ধারণের তৌফিক দেন।