মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় বেরিকান্দী গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ থানচি উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ উত্তীর্ণ হয়ে, সর্বোচ্চ স্থান অধিকারী লিহো খুমী গোয়াইনঘাটের শ্রেষ্ঠ ২৮ শিক্ষার্থীকে পুরস্কৃত নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কে স্বৈরাচার বানালো, বিচারপতি খায়রুল হক? পর্বঃ ২ মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বাদ-হান্নান মুন্সী’র অভিযোগ জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোজাহিদ আলীর মৃত্যুতে বিএনপি নেতা এম আসকির আলীর শোক জামালগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পিএফজির

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার

আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সুনামগঞ্জ-১ আসনের ভোটারে সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬ শত ৯৫ জন, এতে নারী ২ লক্ষ ২৭ হাজার ৭ শত ১ জন, পুরুষ ২লক্ষ ৩৪ হাজার ৮ শত ৮৯ জন, হিজরা -৫ টি ভোট রয়েছে। হাওর বাওর, নদী নালা,খাল-বিল নিয়ে গঠিত ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা।
সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ ১- আসনের জন নন্দিত, মাটি ও মানুষের নেতা হাওরাঞ্চলের নিবিদত প্রান, অসহায় মানুষের একমাত্র আস্থা জননেতা আনিসুল হক।
সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাটি ও মানুষের নেতা আনিসুল হক কে সুনামগঞ্জ ১ আসনে এমপি হিসাবে দেখতে চান তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাবাসী।

বেগম খালেদা জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক। গেল ২০১৮ নির্বাচনে বিএনপিরর সাবেক এমপি মরহুম নজির হোসেন নামের পর ২য় স্থানে নাম ছিল জননেতা আনিসুল হকের।

গেল ফ্যাসিবাদী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বারবার নির্যাতনের শিকার। আনিসুল হক সামাজিক, রাজনৈতিক ও গণ যোগাযোগ মাধ্যমে তিনি তৃণমূল নেতা কর্মীদের অসংখ্য ভালবাসা, দোয়া ও আশির্বাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার পক্ষে ৪ উপজেলায় দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী, ভক্ত-ও শুভাকাঙ্খিরা।
আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনের আপামর জনতার একমাত্র পছন্দ এমপি’প্রার্থী জননেতা আনিসুল হক। বিভিন্ন সুত্র মোতাবেক জানাযায়, জনপ্রিয়তার দিক থেকে মাঠ জরিপে আনিসুল হক সবার চেয়ে এগিয়ে রয়েছেন। আনিসুল হক এর আন্তরিকতা,মেধা ও রাজনৈতিক প্রজ্ঞাসহ রাজপথে বলিয়ান নেতৃত্ব দিয়ে কাজ করেন গত ১৭ বছর যাবৎ।
সুনামগঞ্জ -১ আসনে বিএনপির একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন তিনি। তৃণমূল বিএনপি থেকে শুরু করে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা নেতাকর্মীদের সাথে গণ যোগাযোগ, উঠান বৈঠক, পথ সভা, জনসভা সহ বিভিন্ন অনুষ্টানে উপস্থিত সহ সামাজিক কার্যক্রমে দেখেতে পাওয়া যায়। এর মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করছেন। সুনামগঞ্জ-১ আসনের বিএনপিকে তিনি সুসংগঠিত করছেন বলে বিভিন্ন সুত্রে জানাযায়।
সুনামগঞ্জ-১ আসনের চারটি উপজেলাই বন্যা কবলিত এলাকা।
প্রাকৃতিক দুযোগ হলেই ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসেন আনিসুল হক।
ওই সময় সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলাতেই তিনি একজন জনদরদী ও জননেতা হিসেবে সুপরিচিত। তার একমাত্র চিন্তা,চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার একমাত্র স্বপ্ন। সুনামগঞ্জ -১ আসনের মানুষের কাছে জননেতা আনিসুল হক, তিনি একজন নিঃস্বার্থবান, ত্যাগী, সততা, সমাজসেবক, জননেতা হিসেবে আনিসুল হক পরিচিত। তাকে নিয়ে ৪’উপজেলার মানুষ স্বপ্ন দেখেন, ৭০% মানুষ মনে করেন। আনিসিল হক বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি’ নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্দ সাধারণ মানুষের মাঝে সুষম বন্টন সহ স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই ৪টি উপজেলার রাস্তাঘাট সহ অবকাঠামো। স্থানীয়দের মতে আনিসুল হক এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট সুনামগঞ্জ-১ আসন স্বীকৃতি পাবে। সুনামগঞ্জ ১- (আসনে) আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে আনিসুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আপোষহীন দেশনেত্রী “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একজন কর্মী হিসেবে কাজ করছি। যিঁনি এত জেল- জুলুম, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ, কটুক্তি, হয়রানী সহ্য করে; জীবন- মৃত্যুর সন্ধিক্ষণেও দেশের মানুষ কে ছেড়ে যাননি।
মাটি ও মানুষের শ্রদ্ধা আর অমলীন ভালোবাসায় সিক্ত তিনি। কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ্ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন। আ-মীন শ্রদ্ধা হে মহীয়সী জননী। ৩ বারের (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে চাই। সুনামগঞ্জ ১- আসনের আমার প্রিয় উপজেলাবাসী সহ তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিএনপিকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। মানুষের অনেক দিনের স্বপ্ন, আশা ও আকাঙ্খা পূরণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102