কুমার নদের পারে আমার গ্রাম ,
গাছবাড়িয়া তার নাম,
সবুজে ঢাকা ছোট্ট গ্রামটা,
প্রভাতে উঠে সারে সকল কাম।
নদীর জল টলমল করে
ধারে বসে রাখি পা,
হাওয়া বয়ে যায়,মৃদু মন্দে,
মাঝি গেয়ে যায় সুরেলা গান।
ধানের খেতে পাখিদের কুজন,
কৃষক ছুটে চলেছেন কাজে,
মাঠের শেষে,সারি সারি তালগাছ দাঁড়ায়,
সেথায় বসে কাকের তান।
আমার মন পড়ে থাকে সেথায়,
শিশুরা আপন মনে খেলে ধুলায়,
সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে,
তারারা চায় আকাশ মেলে।
কুমার নদ আর গাছবাড়িয়া –
আমার প্রাণের সঙ্গে জড়িয়ে আছে,
এই গ্রামেরই আলো – বাতাসে-
আমার হৃদয় নাচে।