লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
শেখ হাসিনা কে, কে স্বৈরাচার বানালো, বিচারপতি খায়রুল হক, বেগম খালেদা জিয়া নাকি নিজেই শেখ হাসিনা স্বৈরাচার হলেন, নাকি দশে চক্রে ভগবান ভূত?
প্রিয় পাঠক, একজন “লেখক” লেখেন পাঠক পড়ে কিছু জানবেন শিখবেন এবং ফিডব্যাক দিবেন কোন পয়েন্ট লেখকের ভুল বা পক্ষপাতদোষে দুষ্ট ?
আমাদের দলকানা পাঠক প্রবন্ধের উপরের দুই লাইন নিচের দুই লাইন পড়ে অকথ্য ভাষায় গালি দেন! আমার “বিচারপতি খায়রুল হক প্রবন্ধের
১ ম পর্ব পড়ে যে ভাষায় আক্রমণ করা হয়েছে যা জনসম্মুখে আনা সম্ভব না!
একজন লেখক স্বাধীনতা চায় তার কলমের , রাজনীতি সমাজনীতি বিশ্ব আগ্রাসন মার্ক্সবাদ মুজিব বাদ মাও বাদ ঈশ্বর বাদ গ্যালাক্সি মিল্কিওয়ে ইতিহাস সংস্কৃতি ভুগোল দর্শন সব একজন লেখক বুঝেন এবং তার লেখনীর ভিতর টানতে পারবেন, এটা হচ্ছে লেখকের স্বাধীনতা। শুধু আগের সরকার স্বৈরাচার ছিলো আমরা গনতান্ত্রিক তা কিছু চাটুকার সব নতুন সরকার আমলে মানলেও লেখকরা তা পোস্টমর্টেম করে দেখতে চায়! লেখকের এমনি বড় কষ্ট এদেশের লোক পড়াশোনা করে না! ২/৩% লোক পড়ে, বোঝে মাত্র ১% লোক! গালাগালি যারা করে তারা মোটেই বুঝে গালি দেন না কারন লেখার মধ্যে ই সমাধান আছে! আর একশ্রেণির পাঠক আছে যারা পড়ার আগে ধরে নেয় লেখক স্বৈরাচারের দোসর! বা সরকারের দোষর!
প্রিয় পাঠক, প্রধান বিচারপতি গনতন্ত্র দাড় করাবার কারিগর “প্রধান নির্বাচন কমিশনার কে শপথ করান, সব বিচারপতিকে শপথ পড়ান তার দায়িত্ব!
১৯৯৬ সালে হাইকোর্ট ব্যাঞ্চ ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তার অসংলগ্ন কথাবার্তার জন্য ৫ লাখ টাকা জরিমানা করে দিয়েছিলেন! প্রধানমন্ত্রী তাদের কিছু করতে যান নাই! “প্রধান বিচারপতি খায়রুল হকের অপরাধ থাকলে তাকে ফাঁসি দেয়া হোক আদালতে, কিন্তু যতক্ষণ তিনি accused না ততক্ষণ তিনি ডিভিশন পাবেন, সন্মান পাবেন সবার চোখে, লেখকের কলমে! ১/১১ এর সময় ২০০৬ সালে সেনা ব্যাকড তত্বাবধায়ক সরকার বেশি আঘাত হেনেছে বিএনপি কে! অসুস্থ কোকা ও তারেক জিয়ার মাজা ভেঙেছে নির্মম ভাবে! তখন রাজনৈতিক সিদ্ধান্ত হয় অনির্বাচিত অস্থায়ী সরকার এমন দুর্ব্যবহার মেনে নেয়া যায় না! সরকার আদালতে যান, প্রধান বিচারপতি খায়রুল হকের বেঞ্চ সে বিল পাশ করে তত্বাবধায়ক পদ্ধতি বাতিল করেন। কে দায়ী বিচারক নাকি খালেদা হাসিনা। কেন ১/১১ তৈরি হলো, বিএনপির Election engineering এর জন্য। কেন বাতিল হলো সেই পদ্ধতি, কেন বিএনপি তখন মাঠে নামলো না? তত্বাবধাক সরকার পদ্ধতি তে ১৯৯০ সালে খালেদা ক্ষমতায় এসে, নিরপেক্ষ সরকার পদ্ধতি বাতিল করলেন কেন, কেন আওয়ামীলীগ জামাত সহ আরো ১৪ দলের এই পদ্ধতি খালেদার কাছ থেকে ছিনিয়ে আনতে হলো? খালেদা জিয়াকে কেন মাত্র তিন মাসের মাথায় ক্ষমতা ছাড়তে হলো, কেন নতুন নির্বাচন দিতে হলো? ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচন অবৈধ, ভোটার বিহীন এ কথা যদি সত্যি হয় তা হলে বিএনপির চারজন সাংসদ নির্বাচিত হলো কি ভাবে, কেন তারা ভাগাভাগি মহিলা আসন নিলেন, কেন সারা ৫ বছর বেতন-ভাতা সুযোগসুবিধা নিলেন? লজিক বলে তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে তিন বড় দলের সায় ছিলো। বিচারপতি তো নিয়মক মাত্র।
প্রিয় পাঠক, মুজিব কে হত্যা করে তার পরিবারের হত্যার বিচার চাওয়া যাবে না এমন ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন খন্দকার মোশতাক, এটা কে আইন করেছিলো ১৯৭৯ সালের ১৮ ই ফেব্রুয়ারী সামরিক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দুই তৃতীয় অংশ আসন নিয়ে, সেই সংসদে “দায়মুক্তির আইন পাশ করা হয় ৫ ম সংশোধনী সংবিধানে ঢুকিয়ে দেয় জিয়ার পার্লামেন্ট। সে দায়মুক্ত খন্দকার মোশতাক আমল থেকে ৩ জন সেক্টর কমান্ডার, খালেদ মোশাররফ মেজর হুদা মেজর হায়দার হত্যা সহ ১৯৭৬ সালের এপ্রিল পর্যন্ত সব হত্যা কোন বিচার চাওয়া যাবে না অর্থাৎ হত্যা জায়েজ করা কোন গনতন্ত্র ছিলো? সামরিক সরকারের অধীনে নির্বাচন গনতন্ত্র হত্যা নয়, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন গনতন্ত্র হত্যা কেন এবং সে দায় ভার বিচারপতির উপর কেন? ইনডেমনিটি মোশতাক অর্ডিন্যান্স ছিলো, “মেজর জিয়ার ” কি দায় পড়লো তা শুধু পার্লামেন্টে পাশ নয় সংবিধানে সন্নিবেশিত করার! সংবিধান কি এবং এই পবিত্র জায়গায় অপবিত্র কথা, হত্যার বিচার চাওয়া যাবে না ঢুকানো কি অপরাধ নয়? কে বিচার চেয়েছে সেই সংসদ স্পীকারের?
প্রিয় পাঠক, “বিচারপতি খায়রুল হক” আমার চৌদ্দ পুরুষের পরিচিত নন, কোনদিন পরিচিত হওয়ার ও সম্ভাবনা নাই, আমিতো “শেখ হাসিনা কে নির্বোধ অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয়দানকারী শাসক বলি” কিন্তু আদালতে যদি কোন দিন বর্তমানের আইন উপদেষ্টা “আসিফ নজরুল সাহেব” কোন সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে যান আমি তার আদালত থেকে জেল পর্যন্ত যথাযথ ডিভিশন দাবী করি, বিচারে যা হবে তা নিয়ে আমার কলম মাথাব্যথা করে না!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন! খেয়াল করেন, আগে করিডোর দাও, সন্ত্রাসী ছেড়ে অস্হির করো দেশ, আবার জাতিসংঘ দিয়া এবং সয়ং মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপর নাখোশ নামক মোহড়া হয়ে গেলো! পরে আমরা শান্তি সৃষ্টি করতে মার্কিন সেনা পাঠাচ্ছি —- প্রস্তুতি সম্পন্ন, ইরাক সিরিয়া লিবিয়ার ডুপ্লিকেট —
কত আহাম্মক আমরা! এই জাতিকে “দার্শনিক গোখলে” বলেছিলেন, সেরা জাতি?
শেষ পর্ব!