ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার শ্রেষ্ঠ ২৮ শিক্ষার্থী কে নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরে ১২ ঘটিকার সময় উপজেলা হলরোমে সিলেটে জেলা শিক্ষা অফিস ও গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। সিলেটের জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে শংকর পদ পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়ানঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান প্রকিউরমেন্ট অফিসার, প্রোগ্রাম কো- অর্ডিনেশনইউনিট এসইডিপি,গোয়াইনঘাট সরকারী কলেজের ভাইস প্রেন্সিপাল তপন কুমার দে,প্রধান শিক্ষক আব্দুস শহীদসহ প্রমুখ। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি পর্যায়ে ১০ জনকে জনপ্রতি দশহাজারএবং এইচএসসি'র ১৮ জনের প্রত্যেককে ২৫ হাজার করে মোবাইল ব্যংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।পরে অতিথিরা শ্রেষ্ট শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,এসইডিপি স্কীমের নির্বাচনে শিক্ষার্থীরা নির্বাচিত হন।সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী, এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।