সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, দলের দীর্ঘদিনের নেতা আব্দুল হান্নান মুন্সী।
এক লিখিত অভিযোগে তিনি জানান, গত কয়েকদিন আগে ঘোষিত ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে তাকে ৫ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কোন কারণ দর্শানো ছাড়াই তা বাতিল করে অন্য একজনকে সেখানে যুক্ত করা হয়। এ ঘটনায় তিনি চরম অপমানিত ও আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেন।
আব্দুল হান্নান মুন্সী জানান, তিনি বিগত ১৭ বছর ধরে বড়দল (দক্ষিণ) ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদ জিয়ার আদর্শে তিনি আজীবন রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মিথ্যা মামলায় জেল-জুলুম ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, “জেল খেটেছি, রাতভর পানিতে লুকিয়ে থেকেছি, পুলিশের হানায় ঘরছাড়া হয়েছি। এত কিছুর পরেও দলের প্রতি আমার নিষ্ঠা ও অবদান অস্বীকার করে এভাবে আমার নাম বাদ দেয়া অত্যন্ত দুঃখজনক।”
তিনি দাবি করেন, বর্তমানে ঘোষিত আহ্বায়ক কমিটিতে এখনও কয়েকজন আওয়ামী লীগপন্থী রয়েছেন এবং তিনি চাইলে তা প্রমাণ করতে পারবেন। তাঁর মতে, এটি একটি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত এবং এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের হতাশ করা হচ্ছে।
তিনি তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও সদস্য সচিব জুনাব আলীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার প্রতি ‘অবিচার’ বন্ধ করে নাম পুনর্বহালের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।