থানচি (বান্দরবান) প্রতিনিধি:
থানচি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কৃতিত্বের সঙ্গে জিপিএ ৪.৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে লিহো খুমী। দেশের বিভিন্ন সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেধা তালিকায় শিক্ষার্থী হাজারো জন্যে মধ্যে তিনিও একজন।
লিহো খুমী ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে গড়ে ৮০ শতাংশ বেশি নম্বর অর্জন করে ‘A’ (এ) গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে পরিবার, সহপাঠীরা এবং এলাকায় প্রতিবেশীদের আনন্দের উচ্ছ্বাসে।
লিহো খুমী বাড়ি বান্দরবান জেলায় থানচি উপজেলা সদর হতে নৌ-যুগে তিন্দু ইউনিয়ন, পাহাড়ি পথ হয়ে দুর্গম নেটওয়ার্ক বিহীন ৪নং ওয়ার্ডে কামসিং খুমী কারবারি পাড়ায়, পিতা: প্রেটং খুমী এবং মাতা: অংয়ু খুমী সাধারণত জুম চাষ করে তার বাবা-মা। সে ছোট পরিবারের জন্ম তার।
২৯ জুলাই মঙ্গলবার আজকের লিহো খুমী বাড়ি গিয়ে তার খোঁজ নিতে গেলে সাক্ষাৎ কালে পিতা: প্রেটং খুমী ও মাতা: অংয়ু খুমী বলেন, আমাদের মেয়ে লিমা খুমী (লিহো) পড়াশোনা খরচ চালানো মত আমাদের বেশি’র সমর্থক ছিল না, হিমসিমে আমরাই। শহরে সে ভাল স্কুলে পড়ার ইচ্ছা কথা বললেও আমরা তাকে ভর্তি করাইতে পারিনি। এটা-ই যে, আমাদের লিমা খুমী (লিহো) এতই ভালই রেজাল্ট করবে তা আমরা আশা করি না।
লিহো খুমী ৮ সদস্যে পরিবারে বসবাস তার ৫ভাই ও ১বোন মধ্যে লিহো দ্বিতীয় সন্তান। দুর্গম পাহাড়ি জনপদে বেড়ে ওঠা সে লিহো খুমী থানচি উপজেলায় এসএসসি পরিক্ষায়, পরীক্ষার্থী অন্যদের তুলনায় একধাপ এগিয়ে অর্থাৎ থানচি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.৭৮ পেয়ে সর্বোচ্চ স্থান অধিকারী হয়ে সফলতার সাথে মাধ্যমিক স্তর সম্পন্ন করেছে।
লিহো তার বাবা মায়ের স্বপ্ন, আশায় ও আকাংক্ষা দৃঢ়তায়, এই অসামান্য কৃতিত্বের অভিভূত হয়ে বাবা-মা জানাই, আমাদের সন্তান এই সাফলতায় আমরা খুবই গর্বিত ও কৃতজ্ঞ। তার শিক্ষাজীবনের আগামী পথচলায় সকলের আশীর্বাদ সার্বিক সহযোগিতা কামনা করি।
লিমা খুমী (লিহো) এই সাফল্য অর্জনে, গর্বিত শিক্ষক-শিক্ষিকা। এছাড়াও তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগাযোগের নেটওয়ার্ক বিহীনতায় ফোনে আলাপ না হলেও ফেসবুকের তার বিদ্যালয় পক্ষ থেকে লিহো খুমী এ সাফল্যকে বিশেষভাবে অভিনন্দন স্বীকৃতি জানিয়েছে বামং খিয়াং (মিংলেন)।
দুর্গম আখ্যায়িত পাহাড়ি জনপদে পিছিয়ে পড়া লিহো মেয়েটি ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার অদম্য ইচ্ছাশক্তি তাকে দমাতে পারেনি। গত ১০ জুলাই বৃহস্পতিবারের প্রকাশিত এসএসসি রেজাল্ট তার মেধাশক্তি এটি প্রমাণিত করে।
লিহো খুমী লেখাপড়ার সূচনা হয় গ্রামে স্কুলে। ২০১৯ সালের ৫ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে সে উত্তীর্ণ হয়ে, তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। ২০২২ সালের তাহার স্কুলে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষাও অংশ নিয়ে তার সফলতার অর্জন করে, এবং ২০২৩ সালের থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৫ সালের এবারের এসএসসি পরীক্ষায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অর্থাৎ থানচি উপজেলার থেকে সর্বোচ্চ স্থান অধিকার করে।
ঘরে সাক্ষাৎকালে লিহো জানাই, তার ইচ্ছা চট্টগ্রাম অথবা ঢাকা এমন সেরা কলেজে ভর্তি করতে, সে ইচ্ছায় থাকলেও অনলাইনে তার আবেদনের বাছাইকৃত ফলাফলের অনুযায়ী কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে ভর্তি হবে।