মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমীন । এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল কাদির, এম.এম.এ.রেজা পহেল এবং মোঃ সাইফ উল্লাহ্ ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু । সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানোয়ার হোসেন খোকা এবং সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মোছাব্বির এবং সহ কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না। দপ্তর সম্পাদক হিসেবে আছেন জেনারুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শফিক। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন জয়নাল আবেদিন জহিরুল এবং সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুবায়ের শামীম ।
সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ ইসহাক মিয়া এবং জাকিয়া সুলতানা ।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন –
গোলাম জিলানী, প্রধান শিক্ষক, চামারদানি উচ্চ বিদ্যালয়, নূর ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ শাহিন উদ্দীন, অধ্যক্ষ, লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ, মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা,
গোলাম জিলানী, প্রভাষক, মধ্যনগর বি.পি. স্কুল এন্ড কলেজ এবং রমাপদ চক্রবর্তী, ভাইস প্রিন্সিপাল, মধ্যনগর বি.পি. স্কুল এন্ড কলজ।
এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন মু: নাজমুল হুদা তালুকদার, অতিরক্ত সরকারী কৌঁসুলি, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ্ বলেন, আমরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক একটি সাংবাদিকতা চর্চার মাধ্যমে মধ্যনগর উপজেলাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকতা যেন কোনোভাবেই সংঘাতের পথে না গড়ায়, বরং উন্নয়ন, ঐক্য ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় হয় – সেই লক্ষ্যেই আমরা কাজ করবো।
তিনি আরও বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়তে সকলের সহযোগিতা কাম্য। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সঙ্গে কাজ করবো। মধ্যনগরের প্রতিটি সমস্যা ও সম্ভাবনাকে আমরা সাহসের সঙ্গে তুলে ধরবো। প্রেসক্লাব হবে সামাজিক জবাবদিহিতা একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম।
কমিটির অন্যান্য সদস্যরাও আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। উন্নয়ন সাংবাদিকতা ও গণমানুষের কণ্ঠস্বরকে সামনে নিয়ে মধ্যনগরের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।