কলমেঃ আকিক শাহরিয়ার
মাতা পিতার আহাজারি
শোকাবহ লাশের সারি।
আকাশ বাতাস বিষম ভারি।
সইবে কেমনে গর্ভধারী
ধৈর্য সবুর আরজ করি।
বান্দা তোমার দীদারী।
বিদ্যাপিঠে আর ফিরবে কি
নিষ্পাপ ফুলের কলি?
লোক সম্মুখে অগ্নিদগ্ধ
শতেক প্রাণ হইলো জব্দ।
অকালেতে দিয়ে চোখে ধুলি।
দেহের চামড়া গোস্তো
কষে হয় ছালি।
অকাতরে জড়ে গেলো
শত প্রাণের আলো।
নির্মমতার করুণ শিকার
গহীন আঁধার কালো।
মূহুর্তেই পুড়ে ছাই
তরতাজা প্রাণ গুলো।
ফুল গুলো আজ ছিন্নভিন্ন
গাছ গুলো ভাই প্রাণহীন্য।
ধ্বংসস্তূপের জলন্ত প্রমাণ
তবে আজ কেন মতবাদ ভিন্ন?
কত প্রতিভাবান ছিল স্বপ্ন
এক নিমিষেই হইলো ছিন্ন।
অহ্" পিতা মাতা জ্যান্ত লাশ
কেমনে করিবে বরদাস?
হাড়িয়ে এই মানিক রতন।
নিজের হাতে করে দাফন।
এই করুণ দৃশ্য কেমনে করি বহন।
হাজার ইচ্ছে শক্তির হইলো দহন।
ঝলসে গেলো দেহের গোস্তো
জাল ব্যজালের ভ্রান্তি তথ্য।
আজাদ হীনা সংবাদপত্র
গণমানুষ হয় বিব্রত।
সত্য মিথ্যার নেই পার্থক্য
দেয়া না কেন লাশের তথ্য?
পিতা মাতার শেষ মিনতি।
লাশ পাইতে করি আকুতি।
কর্ণপাত করে না জাতি।
সরকারের যে গাফিলতি
অভিযোগ প্রত্যক্ষ যুক্তি।
মানতে নারাজ বাস্তব সত্যি।
আহ্ লাশ চাই লাশ দে,
লাশের হিসাব সরকার দে।
আমার সন্তান ফিরত দে।
লাশ গুমের অভিযোগ
প্রশাসন জবাব দে।