কলমেঃ মোঃ রিয়াজ মিয়া
পাঁপড়ি ভরা মাঠের কোণে,
বসেছে আজ মেলা।
সবার চোখে রঙিন স্বপ্ন,
হাসির ঝরনাধারা।
ঢাকের তালে বাজে বাঁশি,
নাগরদোলা ঘোরে।
মা’র হাত ধরে খোকা হাঁটে,
চোখ দুটো যে মোহে।
ঘুড়ি, পুতুল, চুড়ি, মালা,
কি যে রঙের ঢেউ!
বিক্রেতারা হাসে ডাকে,
“এসো ভাই, নাও-নাও বৌ।”
মাটির হাঁড়ি, কাঠের ঘোড়া,
দেয়ালে দেয় ছবি।
মেলার মাঝে হারায় সবাই,
ভুলে যন্ত্রনা সবই।
একপাশে খেলা যাত্রাপালা,
আরেক পাশে গীত।
মাটির গন্ধ, মানুষভরা,
মনে জাগে নীত।
সূর্য ঢলে সন্ধ্যা নামে,
আলো জ্বলে পটে।
মেলা মানে আনন্দ-ভরা,
হৃদয় জুড়ে ভালোবাসা ফোটে।