মাওঃ কাজী মোঃ জিয়াউল হক
স্বাধীন করে কি আর হল
নেই স্বাধীনের স্বাদ
সব খানেতে পাতা আছে
গরিব মারার ফাঁদ
নেতার নামে চাঁদাবাজি
গায়ের জোরে দাপট।
নজির বিহীন এ কর্মে
পাতি নেতাদের সাপোর্ট।
বুক ফুলিয়ে চলে রাস্তায়,
আইনের নেই ভয়।
অন্যায়ের রাজত্ব গড়ে,
সাধু জনে হয় লয়।
জনগণের রক্ত চুষে,
নিজের গড়া বাড়ি।
সত্য কথা বললেই পড়ে,
মিথ্যার কোপে কাঁধি
আইনের চোখে অন্ধকার,
বিচার শুধু খাতা-কলম,
ধনীর কাছে সত্য নত,
গরিব পায় না একফোঁটা বল।
চাঁদার নামে চলে খেলা,
নীতির শিরে উঠে লাথি,
প্রতিবাদে যে মুখ খুলে,
তার জীবনে নামে রাতি।
সাধুজনের নিঃশ্বাস বোবা,
সত্য যেন এক বন্দী পাখি,
আকাশ চায় উড়তে জোরে,
কিন্তু ডানায় বাঁধা রাখি।
অন্যায়ের এ মহোৎসবে,
নীতিরা আজ নিঃসহায়,
সমাজ বলে, “চুপ থাক ভাই,
তোমার সত্যে লাভ কী হায়?”