মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
দেশের প্রতি ভালো বাসা,
একটু আছে যার।
দেশকে নিয়ে ভাবনা আছে
অনেক কিছু তার।
চিন্তা করে নতুন কিছু,
আবিষ্কার সে করে।
দেশের মাটি দেশের মানুষ,
উন্নয়ন এর তরে।
নতুন নতুন উদ্ভাবন আর,
গবেষণা করে।
দেশকে এগিয়ে নিয়ে যায়,
অনেক বহু দুরে।
দেশকে ভালোবাসে যারা,
দেশের মাটিকে ভালোবাসে।
দেশের মানুষ থাকে না দুখে,
সুখ আনন্দে হাসে।
দেশের প্রতি চিন্তা চেতনা,
থাকে যদি ভাই সৎ।
দেশটাা হবে সোনার দেশ,
নেতা সে ভাই মহৎ।