পঁচিশ এসে বিয়াল্লিশ বয়সে দেখেছি কত,
মুখে যায় না প্রকাশ দৈনিকে শত।
বর্বরতা নৃশংসতা হত্যা অন্যায় সব,
আরও আছে জমি দখল চাঁদা বাজি সয়লাব।
সোনার দেশের দামালেরা সংসার রক্ষায় ব্যস্ত,
নিমিষেই পাথর মেরে জীবনকে করে ন্যাস্ত।
মহাজনের দেওয়া সম্পদ করছে আপন পুঁজি,
আসল তথ্য উদঘাটন কে হন্যে হয়ে খুঁজি।
আইনের সাধকেরা সাধ্য উপেক্ষা না করি,
বিবি সন্তান আছে ঘরে - জীবন কিভাবে বিপন্ন করি।
অর্থের পাহাড় গড়তে বাবু দিনরাত করি খাটুনি,
পড়শীরা ফিসফিসিয়ে বলে আমি নাকি কার চাটুনি।
দাজ্জালের আবির্ভাবে -আমরা সবাই মুসলিম রে ভাই
তারে প্রভু মানবো না কভু তাই দুহাত ভরে কামাই।
অজুহাতে আর করা লাগে না অযু
আপনা বাঁচলে বাবার নাম কি করার আর কাযু?
শাষণ,ভাষণ,সবকিছু হায় উপর উপর ছাউনি
স্বার্থ ছাড়া যায়না পাওয়া এসব নাকি ওদের তেলানি।