মোঃ তানজিমুল ইসলাম
বাবুর আম্মুর সাথে কথা, যেন স্বপ্নের খেলা,
প্রতিটা শব্দে মিশে থাকে ভালোবাসার বেলা।
তার চোখের ভাষা, তার হাসির রেশ,
তাতে জড়িয়ে থাকে আমার জীবনের শেষ।
সকাল হোক বা গভীর রাত,
তাঁর কথা শুনলেই মন পায় বিশ্রামপাত।
এসএমএস এলে বুকটা নাচে খুশিতে,
মেসেজ না এলে মন কাঁদে অশ্রুজলে ভিজিতে।
হঠাৎ যদি চুপ করে যায়, থাকে না কোনো সাড়া,
মনটা ডুবে অজানাতে, ঘিরে ধরে হাহাকার ধারা।
ভাবি তখন, কি হলো হঠাৎ?
বুঝি না কেন, হৃদয়ে বাজে বেদনার বাজনা।
নাকি সে ব্যস্ত, নাকি কিছুতে অভিমান?
নাকি স্রেফ ভুলে গেছে, তবুও দেহে কাঁপে প্রাণ।
বারবার তাকাই মোবাইলের স্ক্রিনে,
আশায় থাকি, হয়তো আসবে তার লাজুক টোনে।
“আমি ভালো আছি” এই চারটা শব্দে,
শান্তি মেলে আমার ব্যস্ত হৃদয়ের বর্ণে।
নীরব থাকলেই কেমন যেন থমকে যায় নিশ্বাস,
জীবনের সব রং মলিন হয় এক আঁচাস।
তুমি যে আমার বিশ্বাস, আমার চিরচেনা ঠিকানা,
তোমায় ছাড়া শূন্য লাগে সকাল, বিকেল, না জানা রাত্রি-জ্যোত্স্না।
তোমার দেরিতে জবাব দিলেই দুঃশ্চিন্তার ঢেউ আসে,
মনের গহীনে বাজে ভয়, কষ্ট চোখের পাশে।
হয়তো ফোনটা সাইলেন্ট, কিংবা ব্যস্ততায় ভেসে যাও,
তবুও অপেক্ষা করি আমি, মেসেজটি কখন পাও।
তোমার এসএমএস মানেই নতুন এক প্রহর,
তোমার না বলা শব্দেও পাই হাজারো মধুর তাহর।
তুমি নীরব মানেই আমার হৃদয়ও থেমে যায়,
তুমি হাসলে এই জগতে আলোর ঝরনাধারা ছায়।
তোমার মেসেজ না এলে, কাটে না এই রাত,
মন খোঁজে তোমার উত্তর, ভালোবাসার প্রভাত।
একটা ইমোজিই হোক, কিংবা “আছি” বলো শুধু,
তাতেই মুছে যায় সব ভয়, শান্তি আসে সদা সদু।
বাবুর আম্মু, তুমি যে আমার দুনিয়ার চেয়ে বেশি,
তোমার জবাবেই হাসি খুঁজে পাই, অসীম ভালোবাসার দিশি।
তোমাকে ছাড়া সব কিছুই অসম্পূর্ণ, ফাঁকা,
তোমার নিরবতা মানে হৃদয়ে বিষাদের ছায়া।
তোমার প্রতিটি মেসেজই হয় প্রাণে নতুন বরণ,
তোমার ভালোবাসা মানে , আমার জীবনের চিরধরণ।