কলমে: প্রভাষক জাহিদ হাসান
আজকের এই দিনে
মায়ের কথা বেশি মনে পড়ে,
অশ্রুসিক্ত দু’নয়ন
স্মৃতিগুলো কাঁদায় মোরে।
এই দুনিয়ায় মা-ই ছিলেন
আমার সবচেয়ে আপনজন,
মা হারানোর বেদনায়
ক্ষতবিক্ষত আমার মন।
মা,
তোমার জন্য দোয়া ছাড়া
নেই কিছু করার,
আল্লাহর রহমতে ভাল থেকো
এই দোয়া আমার।
মা,
আমি তোমায় অনেক মিস করি,
সবসময়।