নিঃস্বার্থ প্রেম কথাটি মিছে,বেশ মিছে কথা,
সামনে থাকলে ভক্তি পিছে ক্ষীপ্ত যথা তথা।
ধরা ভরা স্বার্থ লোভী নিজের ধারায় মাতে,
সুযোগ বুঝে সর্ব লুটে রাখে নিজের খাঁতে।
নিঃস্বার্থ প্রেম তুমি খোঁজো না মানুষের মাঝে,
দুঃখ পাবে সকাল বিকেল দুঃখ পাবে সাঁঝে।
জগৎ মাঝে নিঃস্বার্থ প্রেম নাইরে ভবে নাইরে,
চল সবাই প্রভুর নিকট চল সবাই যাইরে।
একমাত্র নিঃস্বার্থ প্রেম রবের কাছে আছে ভাই,
তাইত বলি তাহার ছাড়া কোনো যে উপায় নাই।
ভালোবাসা নিঠুর খেলা সবই হল ফাঁকি,
চলে যাব পরপারে আর কিছুদিন বাকি।
চল সবে মানুষ জাতি রবের প্রেমে মাতি
তিনি মোদের রিজিক দাতা তিনি মাথার ছাতি।
চল সবে মানুষ মোরা রবের ফিকির করি,
নবীর পথে বহাল থেকে হাতটি তাঁহার ধরি।
ধরার মায়া মোহ মায়া সবি যেন ফাঁকি
আল্লাহ ছাড়া উপায় নাই ভুলে গেছ তা কী?
এসো মুমীন এসো মুসলিম খোদার পথে চলি,
সোজা পথে চলে সবে সদা সত্য কথা বলি।