কলমেঃ রেশম লতা
রক্তহীন যুদ্ধ কি কোথাও নেই!
কবরও একসময় হাঁটে
যহন বর্ষার মেঘ কাঁচপুর হয়ে দীঘলতলা যায়
সেখানে জমে উঠে মামতো গোষ্ঠীর আড্ডা
হেঁশেলখানার রন্ধনশিল্প ধাক্কা দেয় নাকে
গেরানশক্তিরা কি এহনও গিরগিটির দখলে?
বুচ্ছি_ তাগোরে নাৎসিত্ব দেওনের পর থাইকা এই হাল
মিনাফুফির জিরনখালে কতইনা খাজনার বাঁশি হইত
আইজ সব হাঞ্জারমাঠ!
একটা সূর্যরশ্মি বোকাচোদা ভাব লইয়া ওঘরে ঢোকে
আমরা অতিথি সাইজে দেহি আর হাততালি দেই
য্যামনে হাতুড়ি পেটা কইরা আমার কইলজা ভাঙছে
তয় কই না কিছুই, পাপের ভারে ঠোঁট চাইপে থাহে
অথচ যদি লিখতাম তবে ইতিহাস তৈয়ার হইত
করি নাই_ বালিশ যদি নালিশ করে গোপন অত্যাচারে!