চিত্রশিল্পী মিলন বিশ্বাস
ভালোবাসতে কাছে আসা লাগে না,
দূর থেকেও জ্বলে প্রেমের দীপ্তি।
একতরফা হলেও প্রেম হয় সৎ,
নেই কোনো স্বার্থের ন্যূনতা নীতি।
চাই না আমি কিছুই তোমার,
নেই কোনো পাওয়ার বাসনা।
ভরসা থাকলেই প্রেম টেকে,
দূর থেকেও হয় ভালোবাসা।
ভালোবাসা তো বাজার নয়,
ইচ্ছে হলেই কেনা যায় না।
এ যে হৃদয়ের পবিত্র ধন,
চোখে নয়, মনের গভীরে ঠাঁই পায় তা।
যে ভালোবাসে দূর থেকেই,
জানে সে কখনো পাবে না।
তবুও সে ভালোবাসে চুপিচুপি,
প্রেমে ফাঁসে, দেয় না জানা।
আমি চাই না তার কাছে আসা,
চাই শুধু তার মুখে হাসি।
আমার পাশে থেকে যদি সে দুঃখ পায়,
তবে দূর থেকেও ভালোবাসি।
ডুবে দেখো আমার মনের তলে,
সেখানে নেই কোনো ছলনা।
তোমার সুখেই আমি সুখী,
থাকো না থাকো—এই ভালোবাসা চিরচেনা।