কলমেঃ মাহবুবা পারভীন
আয় দুটো কথা কই,
বয় এইখানে--
যদিও এসব কথা
সকলেই জানে।
যানজটে পড়ে মানুষ
হেনস্তার স্বীকার,
কারো নেই ভ্রুক্ষেপ!
মানুষ করছে বিকার!
নিভৃতের সুখ দুঃখ
নিত্য জলাঞ্জলি!
কে শোনে কার কথা
যতই তারে বলি।
যুদ্ধ করি প্রতি নিয়ত
একটু বাঁচার তরে,
গরীব, দুস্থ, অসহায়
না খেতে পেয়েই মরে।
মনে কর দেশটাকে
পরোটার মতো,
ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায়
ডাল মেখে, যতো!
জীবন অচল পয়সা নয়
হয়ে যাবে ক্ষয়!
রঙচটা কথাগুলো
আয় তরে কই!