কলমেঃ মোঃ রুহুল আমিন
মুসলিমগণে আযান হলে
মসজিদ পানে যায়,
নামাজ পড়ে মহান প্রভুর
নৈকট্যলাভ চায়।
মসজিদ হলো স্বর্গের উদ্যান
ইবাদতের ক্ষণ,
আযান হলে নামাজ পড়তে
চলে মুসলিমগণ।
দিনেই রাতে পাঁচ আযানে
নামাজ অক্ত পাঁচ,
নামাজ মাঝে পরম শান্তি
প্রভুর করে আঁচ।
পাঁচ ওয়াক্তে ১৭- ফরজ
নামাজ পড়ে সবে,
সুন্নত আর নফল নামাজ
সাথে পড়তে হবে।
বারো সুন্নত বারো নফল
পাঁচ ওয়াক্তে আছে,
প্রভুর সামনে হয় যে নত
রুকু সিজদা মাঝে।
হারাম ত্যাগে হালাল ভোজে
এসো নামাজ পড়ি,
শেষ বিচারের জন্যেই নিবো
নেক আমলের কড়ি।
দিনেই রাতে নামাজ পড়ি
এসো পঞ্চবার,
হাশর মাঠে সব খানেতে
হয়ে যাবে পার।