খুলনা -সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট হতে নিজ খামার বটতলা বাজারসহ ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত চীফ ইন্জিনিয়ার, খুলনা সার্কেল মোঃ জাকির হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ঃ৩০ঘটিকায় খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সাথে নিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য যথাক্রমে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, এলাকার বাসিন্দা ও খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদার, ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট শেখ শাহাবুদ্দীন, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট বাহালুল করিম, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
স্বারকলিপিতে বলা হয়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার এলাকা পর্যন্ত মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।যার ফলশ্রুতিতে শুধুমাত্র আমাদের অত্র এলাকার বাসিন্দারাই দূর্ভোগের মধ্যে রয়েছেন তাই নয়, সড়কে মারাত্মক দুরবস্থার কারণে খুলনা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের হাজার হাজার যানবাহন প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে উঁচুনিচু রাস্তা ও বড় বড় গর্ত পানিতে ভরে থাকার কারণে প্রতিদিনই গাড়ি দুর্ঘটনায় পড়ে,বিকল হয়ে পড়ে থাকে এবং মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যায়। অত্র অঞ্চলের বিশেষ করে নারী, শিশু, বয়োবৃদ্ধ, কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত মারাত্মক ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিপূর্বেকার টেন্ডারের কাজ মারাত্মক নিচু মানের হাওয়ায় সড়কের এ অংশটি দ্রুত বিনষ্ট
হওয়ায় বিগত প্রায় এক বছর যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং বর্তমান অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। *প্রেস বিজ্ঞপ্তি*